ফোয়াদ নাসের বাবুর দেশের গান

ফোয়াদ নাসের বাবুর দেশের গান

বাংলাদেশের তারুণ্য, আশাবাদ ও নতুন সূর্যোদয়ের বার্তা নিয়ে প্রকাশ হতে যাচ্ছে নতুন একটি গান। এর শিরোনাম রাখা হয়েছে ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’। দেশের প্রখ্যাত সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন।

০৪ আগস্ট ২০২৫